Fakirhat convicted in custody

ফকিরহাটে সাজাপ্রাপ্ত আসামি আটক-১

----------------------------------
শেখ সৈয়দ আলী ও রামিম চৌধুরী, ফকিরহাটঃ
ফকিরহাটের নলধা এলাকা থেকে নারি ও শিশু নির্যাতন মামলার সাজা প্রাপ্ত এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল দুপুরে এ এস আই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ নলধা গ্রাম থেকে ছালাম মোল্লার পুত্র বিল্লাল মোল্লাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১২সালে জি আর ৩১৮ মামলা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে ফকিরহাট থানা পুলিশ সংবাদিকদের জানান।##

No comments

Powered by Blogger.