ফকিরহাটে বৈবাহিক সম্পর্ক ছাড়া কলেজ ছাএীর সাথে অনৈতিক সম্পর্কের অপরাধে পল্লী চিকিৎসক আটক

                    
                ফকিরহাটে বৈবাহিক সম্পর্ক ছাড়া কলেজ ছাএীর সাথে
               অনৈতিক সম্পর্কের অপরাধে পল্লী চিকিৎসক আটক 






রামিম চৌধুরী:

 বাগেরহাটঃ ফকিরহাটে লখপুরে গত শনিবার জনৈক হানিফের ভাড়া বাসা থেকে রনজিতপুর গ্রামের অরবিন্দু দাশের পুএ পল্লী চিকিৎসক প্রদীপ কুমার দাশ(৩০) দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় গৌরম্ভা কলেজের ছাএী তানিয়া(১৭)কে নিয়ে বিবাহ না করে এক সাথে বসবাস করে আসছিলো। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় এক পর্যায়ে রাত ২টার সময় হাতে নাতে ধরা পরে হিন্দু চিকিৎসক মুসলিম মেয়ের সাথে। এ ধরনের অপর্কম করায় সাধারন জনতা উওে¦াজিত হয়ে ওঠে। এক পর্যায়ে ফকিরহাট মডেল থানার পুলিশ আসামীদের আটক করে। পরবর্তিতে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল তাদের বাগেরহাট কোর্ট হাজতে প্রেরন করা হয়।

No comments

Powered by Blogger.