ফকিরহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

                    ফকিরহাটে গ্রাম আদালত সম্পর্কে 
               জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রামিম চৌধুরী, বাগেরহাটঃ
ফকিরহাটে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়ে) প্রকল্পের উদ্যোগে গত ২১শে নভেম্বর ২০১৭ইং তারিখ সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের উপ-পরিচালক ঋষিকেশ দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, জেলা সমন্বয়কারী মোঃ শামসুর রহমান, প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ কাজি ইয়াছিন, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মোছাঃ মাজেদা খাতুন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.