Fakirhat attaka club



ফকিরহাটে আট্টাকী অগ্রনী কøাবেরে নতুন

      কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

 

রামিম চৌধুরী, বাগেরহাটঃ
 ফকিরহাটে আট্টাকী ১নং ওয়ার্ডে  অগ্রনী ক্লাবে এলাকাবাসির উপস্থিতে নতুন কমিটির পরিচিতি সভা অনুুিষ্ঠত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ঢালী আঃ মালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে অবঃ আব্দুল হামিদ ও কমিটির সহ-সভাপতি মুশফিকুজ্জামিান রিপন,ফকিরহাট পেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও অগ্রনী ক্লাবের সাধারন সদস্য শেখ সৈয়দ আলী, সভায় সভাপত্বিত করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও  কমিটির সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম তিনি বলেন এই ক্লাবে জুয়া এবং মাদক সেবন কারির কোন স্থান দেওয়া হবেনা মাদকের সাথে জরিত ব্যক্তি দেশ জাতি ও সমাজের বোঝা। মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার প্রয়োজন আছে বলে সকলের সহযোগিতা চেয়েছেন।  কমিটির সভাপতি জাকির হোসেন বলেন এলাবাসির সার্বিক উন্নয়নে আট্রাকী অগ্রনী ক্লাব সকলের পাশে থাকবে তিনি বর্তমান যুবসমাজকে খেলাধুলার প্রতি অগ্রসর হওয়ার জন্য সব ধরনের সহযোগীতার আস্বাস দেন। উক্ত সভায় ক্লাব পরিচালনা পরিষদের সহ-সাধারন সম্পাদক শেখ তানভীর ইসলাম (লিমন),কোষাধ্যক্ষ শেখ ইনামুল হোসেন,প্রচার সম্পাদক বিপ্লব সরকার,্ক্রীড়া সম্পাদক শেখ মুরাদ হোসেন,সদস্য শেখ রফিকুল ইসলাম,সেকেন্দার আলী (ঠান্ডু),শেখ ইবাদাত আলী,তানজীর আহম্মেদ রুবেল,শেখ রাসেদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.