ফকিরহাটে র‌্যাব-৬ এর বিশেষ অভিযান ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক-২


                ফকিরহাটে র‌্যাব-৬ এর বিশেষ অভিযান
                  ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক-২



রামিম চৌধুরী, বাগেরহাটঃ 
ফকিরহাটে র‌্যাব-৬ এর বিশেষ এক অভিযানে ১হাজার পিচ ইয়াবা সহ দুই জনকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ফকিরহাট উপজেলা রোডে বিশেষ এক অভিযান চালিয়ে টেকনাফের হাবিব ছড়া এলাকার নুরুল আমীন মিয়ার পুত্র ফয়সাল মিয়া (১৮) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার পুনাখালী গ্রামের বাদশা ছাড়িয়ার পুত্র আমিনুল ইসলাম (৩১) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে র‌্যাব-৬ এর ডিএডি মোঃ শামসুল কবির বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদক আইনে একটি মামলা করেন। যার নং-০৭, তারিখ-২১/১১/২০১৭ইং।

No comments

Powered by Blogger.