ফকিরহাটে নব-মুসলিমের লাশ উদ্ধার
রামিম চৌধুরী, বাগেরহাট:
ফকিরহাটের পিলজংগ এলাকায় সুপারি বাগান থেকে রবিবার সকালে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা সুপারি গাছে ওঠার ফাঁন্দি একটি বস্তা ও এক ছড়া সুপারি আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। নিহত নবমুসলিম সওকত হোসন ওরফে স্বপন দত্ত (৫২) শ্যাম্বাাগাত এলাকার শুধির দত্তের পুত্র। সে প্রায় ১৮ বছর পূর্বে তৃতিয় স্ত্রী হোসনে আরা কে নিয়ে বেরবাড়ি এলাকায় বসবাস করে আসছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পিলজংগ বেরবাড়ি গ্রামের একটি সুপারি বাগানের ভিতরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ফকিরহাট মডেল থানার সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেয়। নিহতের তৃতিয় স্ত্রী জানান, সে কখন ঘর থেকে বেরিয়েছে তা সে বলতে পারে না। প্রথম স্ত্রীর একমাত্র পুত্র দিনেশ দত্ত তার পিতার হত্যাকারিকে সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এঘটনায় ওসি মোঃ আবু জাহিদ শেখ বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে স্টোক করে মারা যেতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।##
No comments