ফকিরহাটে ইয়াবা সহ আটক ১

                           ফকিরহাটে ইয়াবা সহ আটক ১



 
রামিম চৌধুরী, 
বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে গতকাল মৌভোগ এলাকা থেকে ইয়াবা সহ এক ব্যক্তকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো মৌভোগের মোঃ আলী শেখের পুত্র মোঃ শফিকুল ইসলাম(৩২)। উক্ত আসামীকে মৌভোগের শাহেব আলীর মোড় থেকে আট পিস ইয়াবা সহ আটক করেন মৌভোগ ফাড়ির আই.সি এস.আই মহিউদ্দিন আহম্মেদ। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৫। গতকাল তাকে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরন করা হয়।


No comments

Powered by Blogger.