ফকিরহাটে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো মহান বিজয় দিবস
রামিম চৌধুরী, বাগেরহাট:
ফকিরহাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহর সকাল ৭ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, ফকিরহাট প্রেসক্লাব, স বিভিন্ন সংস্থা, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পূষ্পমাল্য অপর্ন করেন। এদিন সকালে আট্টাকা স্কুল মাঠে প্যারেড, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে আট্টাকা স্কুল মাঠে প্রীতি ফুটবল খেলা, পুরস্কার বিতরণ এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে প্রধান অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার শীব প্রসাদ ঘোষ, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার শিকদার, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ এনামুল হক, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর ও বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
No comments