ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ অনুষ্ঠিত



রামিম চৌধুরী, বাগেরহাট:
ফকিরহাটে গতকাল সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন প্রাণি ব্যবসায়ীদের নিয়ে সকাল ১০ টায় ব্যানার ফেস্টুন সহযোগে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। পরবর্তিতে উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল করিম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) প্রিয়ংকা পাল, উপজেলা মৎস কর্মকর্তা ইফতেখারুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন প্রাণি ব্যবসায়ীরা। ##

No comments

Powered by Blogger.